
বান্দরবানে শারদীয় উৎসব নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান পার্বত্য জেলায় শারদীয় দুর্গাপূজা উৎসবকে সুরক্ষিত ও আনন্দময় পরিবেশে উদযাপন করার লক্ষ্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি আজ ২৮ সেপ্টেম্বর জেলার বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনের মূল লক্ষ্য ছিল উৎসবের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। মণ্ডপে পৌঁছে জেলা প্রশাসক সরাসরি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং মণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে আলাপ করেন। তিনি চ্যালেঞ্জ বা কোনো ঘাটতি আছে কিনা তা জানতে চান এবং নিশ্চিত করেন যে প্রশাসন শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত।
শামীম আরা রিনি বলেন, “দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রশাসন চায় এই উৎসব যেন সবার জন্য নিরাপদ ও আনন্দময় হয়। আপনারা নিশ্চিন্তে উৎসব পালন করুন।” পরিদর্শনের সময় তিনি পূজা মণ্ডপ কমিটি এবং ভক্তবৃন্দের সঙ্গে উষ্ণ শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে দুর্গাপূজা চলাকালীন সময় কঠোর নজরদারি চালানো হবে।
জেলা প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে বান্দরবানে দুর্গাপূজা নিরাপদ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।