

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামে মেয়র ডা. শাহাদাত হোসেনের উপহার ও “১ টাকায় পূজার বাজার”!
তন্ময় মালাকার, চট্টগ্রাম প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে চট্টগ্রামে অসহায় ও সুবিধাবঞ্চিত হিন্দু সম্প্রদায়ের মানুষের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
শনিবার (তারিখ) নগরীর বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি অসহায় পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিভাগ-এর আয়োজনে এ কর্মসূচিতে শত শত দরিদ্র পরিবার অংশ নেন।
এ ছাড়া, একই দিন তিনি “১ টাকায় পূজার বাজার” কর্মসূচির উদ্বোধন করেন। নগরীর নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে চাল, ডাল, তেল, শাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রতীকী ১ টাকায় বিক্রি করা হয়। মেয়র জানান, যারা অতি দরিদ্র অথচ শারদীয় উৎসব পালন করতে চান, মূলত তাদের জন্যই এই বিকল্প উদ্যোগ নেওয়া হয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই নগরের প্রতিটি নাগরিক যেন আনন্দের সঙ্গে দুর্গোৎসব পালন করতে পারেন। এজন্যই এই বিশেষ বাজার ও উপহার বিতরণ কর্মসূচি।”
উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদ্যাপন পরিষদের সদস্যরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।