
দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা
HindusNews ডেস্ক :
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি সম্প্রীতি, ঐক্য ও শুভশক্তির জয়ের প্রতীক।
রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “সনাতনী ধর্মবিশ্বাস অনুযায়ী দুর্গাপূজার কাঠামোয় রয়েছে ঐক্য ও সংহতির প্রতীক। লক্ষ্মীর ধন-সম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব, গণেশের সাফল্য এবং দশভূজা দুর্গার অসীম শক্তি—সব মিলেই অশুভ শক্তিকে পরাজিত করে। একইভাবে আমাদেরও জ্ঞান, সম্পদ, শক্তি ও দক্ষতা একত্রিত করে ঐক্যবদ্ধ হলে কোনো অশুভ শক্তি আমাদের দমাতে পারবে না। কিন্তু বিভক্ত হলে উন্নতি অসম্ভব।”
তিনি আরও জানান, গত বছরের মতো এ বছরও দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি দুই দিন রাখা হয়েছে। সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে চার দিনের অবকাশ পাওয়ায় তিনি আশা প্রকাশ করেন, সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারবেন।
দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “কোনো ধরনের দুর্ঘটনা বা নাশকতা যেন না ঘটে, সেজন্য প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার—সব বাহিনীকে ইতিমধ্যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক দল ও সমাজের সর্বস্তরের মানুষও তৎপর রয়েছে। আমরা চাই নিখুঁত ও নির্ভয় দুর্গোৎসব।”
জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেন, “উৎসবের দিনও যারা পরিশ্রম করে নিরাপত্তা নিশ্চিত করছেন, তাদের প্রতি আমি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”
তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, “বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে হলে ধর্ম-বর্ণের বিভাজন ভুলে একযোগে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায় ও অন্ধকারকে পরাজিত করে ঐক্য ও সম্প্রীতির জয় হবে—এই আমার প্রত্যাশা।”
শেষে তিনি আবারও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সৃষ্টিকর্তার কাছে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।