


চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে Voice for Justice–এর বিক্ষোভ সমাবেশ
HindusNews ডেস্ক :
বাংলাদেশে হিন্দু তথা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে “Voice for Justice” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে United Hindus of USA Inc। সমাবেশে নিউইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্য থেকে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুরা আজ নানাভাবে নিপীড়িত ও বঞ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাঁরা এ অবস্থা থেকে মুক্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে এবং তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টারে সংখ্যালঘুদের সুরক্ষা ও ন্যায়বিচারের দাবিতে নানা স্লোগান প্রদর্শন করেন। “Stop Persecution of Minorities in Bangladesh” ও “Free Chinmoy Prabhu” লেখা প্ল্যাকার্ড বিশেষভাবে নজর কাড়ে।
United Hindus of USA Inc–এর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘসহ বিশ্ববাসীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সংস্থাটির নেতারা জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি পেশ করারও ঘোষণা দেন।
সমাবেশে উপস্থিত প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সদস্যরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক চাপের মাধ্যমে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং চিন্ময় প্রভুসহ অন্যায়ভাবে আটক সব নেতাকর্মীর মুক্তি ঘটবে।