

শান্তি ও সম্প্রীতির বার্তা দিল বান্দরবান জেলা পুলিশ: দুর্গা পূজা ও পূর্ণিমা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান পার্বত্য জেলায় শারদীয় দুর্গাপূজা এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ থেকে জানানো হয়েছে, ধর্মীয় এই দুটি উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপিত হবে এবং পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা। তারা জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবকালীন নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে এসপি কাওছার বলেন, "বান্দরবান হলো বহু জাতি, ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন। এখানে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার যে ঐতিহ্য দীর্ঘদিন ধরে বিদ্যমান, তা রক্ষা করাই আমাদের প্রধান অঙ্গীকার।"
তিনি আরও জানান, উৎসব চলাকালীন পূজা মণ্ডপ, বৌদ্ধ বিহার ও সকল গুরুত্বপূর্ণ উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে পুলিশ, আনসার বাহিনী এবং স্বেচ্ছাসেবী সমন্বয়ে গঠিত পর্যাপ্ত সংখ্যক দল।
পুলিশ সুপার বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য জানানো উচিত।
শেষে এসপি কাওছার "সম্প্রীতির বান্দরবান" ঐতিহ্যকে ধরে রেখে সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার জন্য জেলার সকল নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানান।
জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন:
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০১১০৮৯৮