
পূজায় ঘুরতে এসে সোনারগাঁয়ে অটোরিকশা দুর্ঘটনায় কিশোর অভয় দাসের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপে ঘুরতে এসে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অভয় দাস কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা গ্রামের কুপানন্দ দাসের ছেলে। পরিবার নিয়ে ফুফুর বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয় সে।
নিহতের স্বজন অপু দাস জানান, দুর্গাপূজার আনন্দে মেঘনা থেকে সোনারগাঁয়ে কাবিলগঞ্জে আত্মীয়দের বাড়িতে বেড়াতে আসে অভয় ও তার পরিবার। সন্ধ্যায় সে পার্শ্ববর্তী ঋষীপাড়া এলাকার আরেকটি পূজামণ্ডপে ঘুরতে অটোরিকশায় বের হয়। এসময় একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় অভয় দাস।
এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল ইসলাম HindusNews-কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, দুর্গাপূজাকে ঘিরে এলাকায় নানা উৎসবমুখর পরিবেশের মাঝে এই দুর্ঘটনা এক শোকের আবহ তৈরি করেছে।