
চট্টগ্রামের জোরারগঞ্জ ও মিরসরাইয়ে পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এএসপি নাদিম হায়দার
নিজস্ব প্রতিবেদক :
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার জোরারগঞ্জ ও মিরসরাই থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ নাদিম হায়দার চৌধুরী।
রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) বিকেলে তিনি একে একে বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজারি, আয়োজক ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় এএসপি নাদিম হায়দার চৌধুরী পূজার আয়োজকদের উদ্দেশে বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। মণ্ডপে আসা ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নিয়মিত টহল ও মোবাইল টিম কাজ করছে।” তিনি পূজামণ্ডপে থাকা স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের সাথেও দিকনির্দেশনা বিনিময় করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানা ও বিট পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ উদ্যোগের প্রশংসা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপূজা উপলক্ষে জোরারগঞ্জ ও মিরসরাইয়ে জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি, আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টরসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।