
শিবচরে মহাসপ্তমীতে দুর্গোৎসবের উচ্ছ্বাস
সাগর কর্মকার, মাদারীপুর শিবচর প্রতিনিধি:
শিবচরে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর পরিবেশ বিরাজ করছে। শারদীয় দুর্গাপূজার এই গুরুত্বপূর্ণ দিনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কাশর আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজামণ্ডপ।
মহাসপ্তমীর অন্যতম আচার নবপত্রিকা প্রবেশ ও পূজা অনুষ্ঠিত হয় সকালে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবীর আরাধনায় অংশ নেন পূজারীরা। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করেন। নতুন পোশাকে নারী-পুরুষ, ছোট-বড় সবার উপস্থিতিতে প্রতিটি মণ্ডপ রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে।
নিরাপত্তার বিষয়েও ছিল কঠোর নজরদারি। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
শিবচর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, মহাসপ্তমী থেকেই দুর্গোৎসবের মূল আনন্দ শুরু হয়। আগামীকাল মহাষ্টমী ও পরদিন মহানবমী উপলক্ষে পূজামণ্ডপগুলোতে আরও বেশি ভক্ত-দর্শনার্থীর সমাগম হবে বলে তারা আশা প্রকাশ করেন।