
অসুরের গোঁফ-দাড়ির কারণে প্রতিমার মুখ ঢেকে দিল প্রশাসন!
গোপালগঞ্জ প্রতিনিধি,HindusNews :
গোপালগঞ্জ শহরের ১১ নম্বর ওয়ার্ডের চেচানিয়া কান্দি শিতলা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থাপিত প্রতিমায় অসুরের মুখে গোঁফ-দাড়ি থাকার কারণে প্রশাসনের নির্দেশে সেটি ঢেকে দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় পূজারি, হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং এলাকাবাসীর মধ্যে এ ঘটনা নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের দুর্গাপূজায় শিতলা মন্দিরের প্রতিমায় ঐতিহ্যবাহী ভঙ্গিমায় দেবী দুর্গা ও অসুরের মূর্তি স্থাপন করা হয়। তবে অসুরের মুখে গোঁফ-দাড়ি থাকায় “ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে” বা “নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে বিদ্রূপ করা হচ্ছে” এমন আশঙ্কা প্রকাশ করে প্রশাসন প্রতিমার ওই অংশ ঢেকে দেওয়ার নির্দেশ দেয়।
এ বিষয়ে মন্দির কমিটির সদস্যরা বলেন, পুরাণে অসুরের নানা রূপের বর্ণনা আছে, যেখানে গোঁফ-দাড়ি থাকাটা স্বাভাবিক। অসুরের এমন রূপায়ণ ধর্মীয় শিল্পকলার অংশ, ব্যক্তিগত বা রাজনৈতিক কাউকে বিদ্রূপ করার উদ্দেশ্যে নয়। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা ক্ষুব্ধ ও বিব্রত।
স্থানীয় কয়েকজন পূজারি ও দর্শনার্থী অভিযোগ করেন, “অসুরের গোঁফ-দাড়ি থাকায় সমস্যা কোথায়? এটি বহু যুগ ধরে আমাদের প্রতিমায় চলে আসছে। প্রশাসনের নির্দেশ ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।”
হিন্দু সম্প্রদায়ের নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রতিমার চেহারা বা রূপ শিল্পীর সৃজনশীলতার অংশ। তা পরিবর্তনের নির্দেশ দেওয়া ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল। তাঁরা দ্রুত এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানান।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনো গোষ্ঠী যাতে ক্ষুব্ধ না হয় সে কারণেই নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, এ ঘটনায় শুধু শিতলা মন্দির নয়, জেলার অন্যান্য মণ্ডপেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পূজার আনন্দমুখর পরিবেশে অযথা বিতর্ক তৈরি হওয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।