

কুষ্টিয়ায় অসুরের মুখে গোঁফ-দাড়ি নিয়ে বিতর্ক, প্রশাসনের নির্দেশে ৩৮টি পুজামণ্ডপে মুখ ঢেকে দেওয়া হয়েছে!
কুষ্টিয়া প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুষ্টিয়া জেলায় এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। দুর্গা প্রতিমার অসুরের মুখে গোঁফ-দাড়ি থাকার অভিযোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ পেয়ে জেলার ৩৮টি পুজামণ্ডপে অসুরের মুখ গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়ার বিভিন্ন পুজামণ্ডপের প্রতিমার অসুরের মুখে গোঁফ-দাড়ি সংক্রান্ত ছবি ও অভিযোগ ছড়িয়ে পড়ে। এতে কিছু মহল থেকে আপত্তির সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, ঐতিহ্যগতভাবে প্রতিমার নকশা শিল্পীদের সৃজনশীলতার ওপর নির্ভর করে হয়। তবুও কোনো বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি হলে মণ্ডপ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই পদক্ষেপ নিচ্ছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন কর্মকর্তা বলেন, “কেউ যেন উস্কানি বা বিতর্ক সৃষ্টি করতে না পারে—সে কারণে আমরা আপাতত মণ্ডপগুলোর অসুরের মুখ ঢেকে দেওয়ার পরামর্শ দিয়েছি। পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখাই আমাদের মূল লক্ষ্য।”
অন্যদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকে বিষয়টিকে ‘অপ্রয়োজনীয় হস্তক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, শিল্পীদের নকশা বা রূপসজ্জায় প্রশাসনের হস্তক্ষেপের দরকার নেই। তবে তারা শান্তিপূর্ণ পূজা উদযাপনের স্বার্থে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন।
বর্তমানে জেলা শহরসহ উপজেলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছেন।