

পরিবারের সাথে দুর্গোৎসবে একসঙ্গে কাজল ও রানি মুখার্জি
বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী ও কাজিন কাজল দেবগণ ও রানি মুখার্জি সোমবার উপস্থিত হলেন তাঁদের পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপূজায়। উত্তর বোম্বের সার্বজনীন দুর্গোৎসব কমিটি আয়োজিত এই পূজা দীর্ঘ কয়েক দশক ধরে মুখার্জি পরিবারে সবার মিলনমেলার কেন্দ্র হয়ে আছে।
এদিন সকালেই শুরু হয় উৎসবের মূল পর্ব। উন্মোচিত হয় দেবী দুর্গার প্রতিমা। প্রতিমা উন্মোচনের পরপরই আয়োজন করা হয় ভক্তিমূলক গান ও আরতির। পূজামণ্ডপে উপস্থিত হয়ে কাজল ও রানি মুখার্জি একসঙ্গে ধূপ আরতি দেন। দুই জনপ্রিয় নায়িকার উপস্থিতিতে পূজার পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
এই বছর পূজামণ্ডপে বিশেষ আকর্ষণ ছিল নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির-এর অনুপ্রেরণায় তৈরি প্রতিমার পটভূমি। আয়োজকরা জানিয়েছেন, দেবী দুর্গার এই প্রতিমা ও পটভূমির মাধ্যমে তাঁরা ভক্তি, ঐতিহ্য ও ভারত-নেপাল সংস্কৃতির মিলিত সৌন্দর্য তুলে ধরতে চেয়েছেন।
উৎসব উপলক্ষে মুখার্জি পরিবারের সদস্যদের পাশাপাশি মুম্বাইয়ের বহু পূজারি ও ভক্ত উপস্থিত হয়ে দেবীর দর্শন নেন। পূজার পর প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যার আরতি দিয়ে জমজমাট হয়ে ওঠে দিনটি।
মুখার্জি পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রতি বছর দুর্গাপূজার এই বিশেষ দিনে পরিবারের সবাই একত্রিত হওয়ার চেষ্টা করেন। কাজল ও রানি মুখার্জির মতো তারকাদের উপস্থিতিতে পূজার আয়োজন আরও বর্ণময় হয়ে ওঠে।