
সারা দেশে কিছু প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা উদযাপন পরিষদের উদ্বেগ
HindusNews প্রতিবেদক, ঢাকা :
সারা দেশে কিছু প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ উদ্বেগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের ঘটনা দেশের পূজার ঐক্য এবং সামাজিক সাম্যবোধের পরিপন্থী।
এক যুক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। “ভুল-বোঝাবুঝির কোনো অবকাশ নেই,” বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, পাশাপাশি মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল বলেন, “সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব আয়োজন করা হয়েছে। পূজা বেড়েছে এবং সরকারও নজিরবিহীন সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মধ্যে এ ধরনের ঘটনা বিস্ময়কর এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
তারা আরও জানান, এর নেপথ্যে যাই থাকুক, বাংলাদেশের মানুষের ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। নেতারা সকল পূজা কমিটিগুলোকে আরও সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করা এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত না করা নিশ্চিত করাই বর্তমান পরিস্থিতিতে সর্বাধিক প্রয়োজন বলে মনে করছেন কমিটির নেতৃবৃন্দ।