
লোহাগাড়া কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা: যুব সমাজের তত্ত্বাবধানে সর্বস্তরের সনাতনীর প্রানবন্ত অংশগ্রহণ
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের লোহাগাড়া কেন্দ্রীয় কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজা। সারাদেশের ন্যায় এখানে ধর্মীয় নিয়ম ও আচার অনুসারে গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে মা দুর্গার বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৫ এর শুভ সূচনা হয়।
পূর্ণ উদ্দীপনা ও উৎসাহে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লোহাগাড়া কেন্দ্রীয় কালী মন্দির ও অদ্বৈত ভবনের অধ্যক্ষ শ্রীমৎ নিরঞ্জনানন্দ পুরী মহারাজ বলেন, “সমাজের সর্বস্তরের ঐক্যমতের ভিত্তিতে গত বছর সুমন কর্মকারকে আহ্বায়ক এবং বাসুদেব কর্মকারকে যুগ্ম আহ্বায়ক করে পূজা কমিটি গঠন করা হয়েছিল। তাদের নেতৃত্বে এ বছর পূজার আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে।”
পূর্ণ প্রস্তুতি ও পরিচালনার দায়িত্বে রয়েছে স্থানীয় যুব সমাজ। শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির আহ্বায়ক সুমন কর্মকার জানান, এ বছরও সমাজের সকল স্তরের সনাতনী সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পূজার সার্বিক তত্ত্বাবধান করছেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিমুল কর্মকার। তাঁর সঙ্গে রাসেল কর্মকার, জয় কর্মকারসহ অন্যান্য স্থানীয় যুবকরা শ্রম ও আন্তরিকতা দিয়ে পূজার কার্যক্রমে যুক্ত রয়েছেন।
শিমুল কর্মকার বলেন, “বছর ঘুরে মা দুর্গা আমাদের মাঝে আসেন। আমরা প্রবীণ ও যুব সমাজের সঙ্গে সমন্বয় করে পূজার তত্ত্বাবধান করছি। ভক্তদের নির্বিঘ্নে আরাধনার সুযোগ দিতে আমরা নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি।” তিনি সকল সনাতনী ভক্তদের লোহাগাড়া কেন্দ্রীয় কালী মন্দিরে পূজা মণ্ডপ দর্শনের আমন্ত্রণ জানান।
অন্যদিকে, পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক বাসুদেব কর্মকার সনাতনী সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে বলেন, “সবার আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা ২০২৫ সম্পন্ন করতে পারব বলে আশা রাখি।”
লোহাগাড়া কেন্দ্রীয় কালী মন্দিরে এবারের পূজা শুধু ধর্মীয় আচারকেই নয়, সামাজিক একাত্মতা ও যুবসমাজের উদ্যমকেও তুলে ধরেছে, যা স্থানীয় সম্প্রদায়ের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।