
মিরসরাইয়ে হিন্দু পরিচয়ে চুরি করতে গিয়ে মুসলিম যুবক ধরা, পূজা মন্ডপে সতর্কতার আহ্বান
HindusNews প্রতিবেদক, মিরসরাই :
মিরসরাই উপজেলার জগদ্বীশ্বরী কালি বাড়ি মন্দিরে সন্দেহজনক আচরণে একজন ছেলেকে ধরা পড়েছে। ধৃত ব্যক্তির নাম আরাফাত উদ্দিন। জানা গেছে, আরাফাত উদ্দিন গলায় মালা পরে হিন্দু পরিচয় গোপন করে মন্দিরে প্রবেশ করছিল এবং বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ ঘুরে ঘুরে চুরি করার চেষ্টা করছিল।
মন্দির কর্তৃপক্ষের সতর্ক নজরে আসায় তাকে আটক করা সম্ভব হয়েছে। স্থানীয় পুলিশ ও মন্দির কমিটির সদস্যরা এই ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করেছেন।
মিরসরাই জগদ্বীশ্বরী কালি বাড়ির কর্তৃপক্ষ এবং পুলিশ সতর্কবার্তা দিয়ে বলেছেন, সকল পূজা মন্ডপের স্বেচ্ছাসেবক ও কমিটির সদস্যরা নিজেদের এবং পূজা মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকুন। সন্দেহজনক ব্যক্তি বা আচরণ লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ বা মন্দির কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হলো।
মন্দিরের নিরাপত্তা এবং পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসনও অতিরিক্ত নজরদারি বৃদ্ধি করেছে।