
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলীকদমে বিজিবি'র আর্থিক সহায়তা ও নিরাপত্তা জোরদার
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে ঘিরে বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক, উপজেলার মোট ৫টি পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শনের সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার নির্দেশ দেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিজিবি’র টহল তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ব্যাটালিয়ন সদর দফতরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ এলাকাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিজিবি’র এই উদ্যোগকে পাহাড়ি-বাঙালি সহ সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এই সৌহার্দ্যপূর্ণ কার্যক্রমে পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজিবি’র উদ্যোগকে স্বাগত জানান।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্মিলিত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি’র এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।