
মহাসপ্তমীর পূজায় শোকের ছায়া: মুরাদপুরে পূজামণ্ডপের পুরোহিত বিদ্যুৎস্পৃষ্টে নিহত
HindusNews প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে একটি পূজামন্ডপে মহাসপ্তমীর পূজায় আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
অঞ্জলি প্রদানের সময় স্পিকারে কথা বলার মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় পূজামণ্ডপের পুরোহিতের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার দিকে অঞ্জলি প্রদানের সময় পূজামণ্ডপে স্পিকারের মাধ্যমে ধর্মীয় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হন ওই পুরোহিত। দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, ঘটনার পর পুরো মণ্ডপ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পূজারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্পিকারের মাইক্রোফোনের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপূজার আনন্দঘন সময়ে এ ধরনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নিন্দা ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন মহল।