
মাগুরার শ্রীপুরে দূর্গা মন্দিরে প্রবেশ গেটের কাপড় ছিঁড়তে গিয়ে যুবক আটক!
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর বিশ্বাসবাড়ী সার্বজনীন দূর্গা মন্দিরে ভোররাতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। পূজামণ্ডপের প্রবেশ গেটের সাজসজ্জার কাপড় ছিঁড়তে গিয়ে জাহিদ (৩৫) নামে এক ব্যক্তিকে স্থানীয় আনসার সদস্যরা আটক করেন।
আটককৃত জাহিদ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আলফাপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলেই তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে “মানসিক ভারসাম্যহীন” বা পাগল দাবি করেন।
ডিউটিরত আনসার সদস্যরা জানান, ভোরবেলায় মন্দির এলাকায় টহল দেওয়ার সময় তারা দেখতে পান জাহিদ প্রবেশ গেটের কাপড় টানাটানি করছে। সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আটক ব্যক্তির মানসিক অবস্থার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাটি ধর্মীয় উৎসব চলাকালীন হওয়ায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
স্থানীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বলেন,
> “দুর্গোৎসবকে ঘিরে আমরা দিনরাত পাহারা দিচ্ছি। ভোরে এমন ঘটনা ঘটে আতঙ্ক ছড়াতে পারত। তবে দ্রুত নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।”
উল্লেখ্য, সারাদেশের ন্যায় মাগুরাতেও শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে চলছে। তবে এই ঘটনার পর স্থানীয় প্রশাসন পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।