
মুরাদপুরে মহাসপ্তমীর অঞ্জলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুরোহিতের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায় মহামায়া পূজা উদযাপন পরিষদের মহাসপ্তমীর অঞ্জলিদানের সময় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পূজা চলাকালীন মন্দিরের পুরোহিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, সোমবার সকালে মহাসপ্তমীর পূজা চলাকালীন পুরোহিত অঞ্জলি দেবার জন্য ভক্তদের উদ্দেশে স্পিকারে কথা বলছিলেন। হঠাৎ মাইক্রোফোন ও স্পিকারের বৈদ্যুতিক তারে ত্রুটি দেখা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে উপস্থিতরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পূজা মণ্ডপজুড়ে শোকের ছায়া নেমে আসে। অঞ্জলিতে উপস্থিত ভক্তরা কান্নায় ভেঙে পড়েন।
মহামায়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন,
“এমন একটি শুভক্ষণে পুরোহিতের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা সবাই ভীষণভাবে মর্মাহত।”
চট্টগ্রাম মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর পূজামণ্ডপগুলোতে বৈদ্যুতিক সংযোগ ও যন্ত্রপাতি পুনরায় পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে এ ধরনের দুর্ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।