
পার্বতীপুরে মন্দির গেটের পাশে মাংস কাটার দোকান! স্থানীয়দের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দাগলাগঞ্জ বাজারে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শারদীয় দুর্গাপূজার পবিত্র সময়ে স্থানীয় একটি পূজা মন্দিরের গেট সংলগ্ন স্থানে মাংস কেটে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, সেই মাংস কাটার দোকান থেকে ঝরতে থাকা রক্ত ও মাংসের জল গড়িয়ে পূজার অঞ্জলি দিতে আসা ভক্তদের পথ অতিক্রম করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। বিষয়টি নিয়ে পূজারীদের মাঝে তীব্র ক্ষোভ ও বেদনা ছড়িয়ে পড়েছে।
পূজার পাঁচ দিন অন্তত দোকানটি বন্ধ রাখার জন্য স্থানীয় পূজা উদ্যাপন পরিষদ এবং ভক্তরা বারবার অনুরোধ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, দোকানটির মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী এবং বংশগত দাপট দেখিয়ে তিনি কারো কথাই পরোয়া করছেন না। ফলে পূজার পবিত্র পরিবেশ প্রতিনিয়ত অপবিত্র হচ্ছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে।
এ ঘটনায় পূজা মণ্ডপে আগত অনেক ভক্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা মন্দিরে অঞ্জলি দিতে আসি পবিত্র মনে, কিন্তু গেটের সামনে এমন দৃশ্য দেখে ও সেই পথে হেঁটে মন্দিরে প্রবেশ করতে গিয়ে মনে কষ্ট হয়। এ ধরনের কাজ একেবারেই অসম্মানজনক।”
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতারা জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি। তারা বলেন, “আমরা চাই না কোনো সংঘাত হোক। কিন্তু পূজার এই সময়টুকুতে অন্তত মন্দির গেটের সামনে থেকে মাংস বিক্রি বন্ধ রাখা হোক। এটি আমাদের ধর্মীয় অনুশীলনের প্রতি সম্মান প্রদর্শনের প্রশ্ন।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, মন্দির সংলগ্ন এ ধরনের কার্যক্রম শুধু ভক্তদের জন্য নয়, সামাজিক সম্প্রীতির জন্যও হুমকিস্বরূপ। ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
শারদীয় দুর্গোৎসবের এই দিনে যখন সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসবে মাতোয়ারা থাকার কথা, তখন পার্বতীপুরের দাগলাগঞ্জ বাজারের এই ঘটনাটি তাদের মনে ক্ষত তৈরি করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন—অন্তত পূজার সময় মন্দিরের গেট সংলগ্ন মাংস বিক্রি বন্ধ রাখা হোক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।