

সাতক্ষীরার কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজায় ‘অসুর কাণ্ড’, প্রতিমার রূপ পরিবর্তনে সনাতনীদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার কালিগঞ্জে এবারের শারদীয় দুর্গাপূজায় আবারও দেখা দিয়েছে বিতর্কিত ‘অসুর কাণ্ড’। জানা গেছে, কালিগঞ্জ বাস টার্মিনাল তেলপাম্প সংলগ্ন দুর্গা মন্দিরে মহাসপ্তমীর আরতী শেষে উপস্থিত ভক্তরা প্রতিমার অসুরের চিত্রে অস্বাভাবিক রূপ পরিবর্তন লক্ষ্য করেন। এ ঘটনায় পূজারীরা বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর রাতে আরতী শেষে যখন ভক্তরা মন্দির প্রাঙ্গণ ত্যাগ করতে যাচ্ছিলেন, তখন দেখা যায় অসুরের রূপ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। স্থানীয় সনাতনী সম্প্রদায় মনে করছে, এমন বিকৃতি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতই হানে না, বরং শারদীয় দুর্গোৎসবের মহিমাকেও ক্ষুণ্ণ করে।
এর আগে দেশের বিভিন্ন জেলায়ও এ ধরনের অভিযোগ উঠেছে। ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, যশোর এবং কুমিল্লার কিছু পূজামণ্ডপে অসুরের রূপ বিকৃতভাবে উপস্থাপনের ঘটনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদও এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ধর্মীয় নেতৃবৃন্দ বলছেন, অসুরের প্রতিমাকে ইচ্ছাকৃতভাবে বা অবহেলার কারণে বিকৃত রূপে প্রদর্শন করা মোটেও গ্রহণযোগ্য নয়। তাঁরা দাবি করেছেন, সনাতনী সমাজের ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক হতে হবে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তার ব্যবস্থা নিতে হবে।
সাতক্ষীরার কালিগঞ্জের ঘটনাটি সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সাধারণ ভক্তরা মনে করছেন, দুর্গাপূজার আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আয়োজকদের আরও সতর্ক হওয়া জরুরি।