
'আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি- এটা দীর্ঘ সময় ধরে আমাকে পীড়া দেবে।' এশিয়া কাপ ব্যর্থতায় লিটন দাসের আবেগঘন বার্তা, ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন
নিজস্ব প্রতিবেদক :
এশিয়া কাপ ক্রিকেট ২০২৫–এ বাংলাদেশ দলের স্বপ্ন ছিল ফাইনালে উঠে শিরোপা জেতার। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এ অবস্থায় দলের অন্যতম তারকা ক্রিকেটার লিটন কুমার দাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে ভক্ত–সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
লিটন লিখেছেন—
“আমরা দল হিসেবে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছে জয় ছিনিয়ে আনা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা পারিনি। দলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে বাংলাদেশের সকল আবেগী সমর্থকের কাছে দুঃখ প্রকাশ করছি।”
ব্যক্তিগতভাবে নিজের ইনজুরি প্রসঙ্গেও খোলাখুলি জানান তিনি। শেষ দুটি ম্যাচে খেলতে না পারায় ভীষণ কষ্ট পেয়েছেন লিটন। তিনি লিখেছেন—
“চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারিনি, এটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারছি না। সর্বোচ্চ চেষ্টা করেছি দ্রুত সেরে উঠতে, কিন্তু সেটা হয়নি। এই আক্ষেপ আমার অনেকদিন থাকবে।”
ভক্ত–সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিটন দাস আরও বলেন—
“শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ। খেলোয়াড় হিসেবে আমরা গর্বিত যে পৃথিবীর সেরা সমর্থকরা আমাদের আছে। আশা করছি, খুব শিগগিরই আপনাদের প্রাপ্য সুখবর আমরা মাঠে দিতে পারব।”
বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস দেশের অন্যতম ভরসার নাম। তবে ইনজুরির কারণে সামনের সিরিজে তাঁকে না পাওয়ায় বাংলাদেশ দল বড় ধাক্কা খেল। এখন দেখার বিষয়, তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলো ছড়ানো।