
মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে গীতা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
আজ মিরসরাই কেন্দ্রীয় কালী মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, মিরসরাই কলেজ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গীতা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধ প্রসারের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও অনুরাগী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, মিরসরাই কলেজ শাখার আহ্বায়ক দিপ্ত দাশ অনিক। তার সুদক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি। তার বলিষ্ঠ নেতৃত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ। তিনি তার বক্তব্যে সনাতন ধর্মের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দয়াল কান্তি সামন্ত, সহ সাধারণ সম্পাদক বিমল চন্দ্র নাথ, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাষ্টার দুলাল চন্দ্র নাথ এবং কার্যকরী সদস্য গৌতম কুমার রায়।
অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সনাতনী সংগঠক এবং মানবাধিকার কর্মী শ্রী টিম্পল পাল নিশান গীতা দান করেন। এছাড়াও, শারজাহ্ গীতা সংঘ এই অনুষ্ঠানে গীতা বিতরণ করে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করে।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলার আহ্বায়ক কৃষ্ণ পাল ও মিরসরাই কলেজ শাখার সদস্য সচিব বাঁধন আচার্য্য সহ কলেজ শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান আয়োজনে যে সকল হিন্দুত্ববাদী দাদারা সহযোগিতা করেছেন, তারা সনাতনী সমাজের জন্য এক বড় অবদান রেখেছেন। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, মিরসরাই কলেজ শাখা এবং মিরসরাই কেন্দ্রীয় কালী মন্দির কমিটি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে। এই ধরনের অনুষ্ঠান সনাতন ধর্ম ও সংস্কৃতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।