বরগুনায় ডিআইজি মঞ্জুর মোর্শেদ : “দেশটা কারো বাপের নয়, দেশটা সবার”

1 week ago
VIEWS: 63

বরগুনা প্রতিনিধি :

বরগুনা পৌরশহরের সর্বজনীন আখরাবাড়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শনকালে পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে উজ্জীবিত করে বলেন, “এই দেশটা কারো বাপের না, দেশটা আমার–আপনার সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা এবারও ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা সমাজে সম্প্রীতি ও অংশগ্রহণের ইতিবাচক ইঙ্গিত বহন করে।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম জোর দিয়ে বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক। ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. আল–মামুন শিকদার, সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের সদস্যরা।

বরগুনা জেলায় এবার মোট ১২৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২২টি, বেতাগীতে ৩০টি, আমতলীতে ১৩টি, তালতলীতে ১০টি, বামনায় ১৪টি এবং পাথরঘাটায় ৪০টি মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে।

ডিআইজি’র বক্তব্যে পূজা মণ্ডপগুলোতে উপস্থিত পূজারী ও আয়োজকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা মনে করেন, রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের স্পষ্ট ও সাহসী বার্তা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আরও অনুপ্রেরণা যোগাবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন