
নিউ ইয়র্কে ৩৬ মণ্ডপে চলছে প্রবাসীদের শারদীয় দুর্গোৎসব
নিউ ইয়র্ক প্রতিনিধি:
নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।
রোববার শুরু এ উৎসব উপলক্ষ্যে এবছর নগরীর বিভিন্ন এলাকায় মোট ৩৬টি পূজামণ্ডপে চলছে পূজা-অর্চনা, সমবেত হচ্ছে প্রতিদিন হাজারো মানুষ।
সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এতে অংশ নিচ্ছেন। উলুধ্বনি, ধূপ-ধুনো, ঢাক-ঢোলের ছন্দে মুখরিত প্রতিটি মন্দির প্রাঙ্গণ রূপ নিয়েছে মিলনমেলায়।
ফ্লোরাল পার্কে বাংলাদেশ বেদান্ত সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত দুর্গাপূজায় যোগ দেন নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর ও সিটি মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো।
তিনি বলেন, “নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্র সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থানের অনন্য উদাহরণ।” এসময় সংগঠনের সাধারণ সম্পাদক রীনা সাহা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
হিলসাইডে তাজমহল পার্টি হলে বাংলাদেশ সেবাসংঘের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পী।
তিনি বলেন, “বিদেশে থেকেও এখানে এসে মনে হচ্ছে নিজের সংস্কৃতির ভেতরেই আছি। প্রবাসে নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে আয়োজকদের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সুব্রত কুমার চন্দ, সহ-সভাপতি আশুতোষ দত্তসহ নির্বাহী কমিটির সদস্যরা অতিথিদের স্বাগত জানান। পূজা-অর্চনার পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কুইন্সের হিলসাইড অ্যাভিনিউতে কৃষ্ণ ভক্তসংঘের পূজা উদযাপনে সংগঠনের সভাপতি প্রভাত দাস বলেন, “প্রবাসে আমরা ধর্মীয় সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপন করতে পারছি, এটি অত্যন্ত আনন্দের। তবে জন্মভূমিতে এমন পরিবেশ না থাকায় দুঃখ হয়।”
তিনি বাংলাদেশে পূজা নির্বিঘ্নে আয়োজনের জন্য সরকারের আন্তরিকতা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক গান ও সঙ্গীত পরিবেশিত হয়।
কুইন্স ভিলেজে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের আয়োজনে মূলত প্রবাসে জন্ম নেওয়া শিশু-কিশোরদের নিয়ে পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া জ্যাকসন হাইটস, উডসাইড, ব্রুকলিন ও ব্রঙ্কসসহ নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় দুর্গাপূজার আয়োজন চলছে।
প্রতিটি মণ্ডপে পূজা-অর্চনা ছাড়াও নাচ, গান ও ধর্মগ্রন্থ পাঠের আয়োজন রয়েছে। কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরাও অংশ নিচ্ছেন এসব অনুষ্ঠানে।
অন্যদিকে, নিউ জার্সির আটলান্টিক সিটিতে গীতা সংঘের আয়োজনে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক স্বরূপ দাশ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।