দুর্গাপূজা ঘিরে ৪৯টি ঘটনায় ১৫ মামলা, গ্রেপ্তার ১৯ জন: আইজিপি

1 week ago
VIEWS: 108

নিজস্ব প্রতিবেদক :

দুর্গাপূজা ঘিরে সারাদেশে ৪৯টি ঘটনা ঘটলেও এ সবের বিস্তৃতি ঘটেনি বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি বাহারুল আলম।

সোমবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ১৫টি ঘটনায় মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ঘটনাগুলোর মধ্যে জামায়াতকর্মীর পরিচয়ে গান বন্ধ, ফেইসবুকে বিভ্রান্তিকর পোস্ট, মন্দিরে পানি নিক্ষেপ, চাঁদা দাবি, আনসারকর্মীদের উপর হামলা, প্রতিমা ভাঙচুর অন্যতম।

জামায়াতকর্মীর বিষয়ে জানতে চাইলে, সংবাদ সম্মেলনে বলা হয়, “যে গ্রেপ্তার হয়েছে সে নিজেই বলেছে জামায়াত কর্মী। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।”

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ঘটনাটি চট্রগ্রাম মহানগরীর কোতয়ালী থানা এলাকায় ঘটেছে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, চলমান দুর্গাপূজার নিরাপত্তা, জুলাই-অগাস্টের আন্দোলনের সময় দমনপীড়নের ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি, থানা থেকে অস্ত্র লুট, খাগড়াছড়িতে আন্দোলন, পলাতক পুলিশ সদস্যদের দেশের ফিরিয়ে আনার বিষয়সহ নানা বিষয় আসে সংবাদ সম্মেলনে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ প্রধান। পাশে থেকে দুইজন অতিরিক্ত আইজি তাকে তথ্য দিয়ে সহায়তা করেন।

পূজা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাধরনের গুজব সৃষ্টি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, অনেক সময় পুরনো ভিডিও, প্রতিমা ভাঙচুরের পুরনো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার পোস্ট করা হয়।

এসব বিষয় তুলে ধরে আইজিপি বলেন, সাইবার ইউনিট বিভ্রান্তি দূর করতে কাজ করে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কাজ করছে। এ ব্যাপারে আমরা সজাগ আছি।”

প্রতিটি পূজামণ্ডপকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা দেওয়ার কথাও তুলে ধরেন পুলিশ প্রধান।

প্রতিবেশী দেশ থেকে প্রচারণার কারণেই কি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ প্রশ্নে তিনি বলেন, “এটা সব কিছু মিলেই।”

সংবাদ সম্মেলনের মাঝামাঝি এক সাংবাদিক গত বছর জুলাই-অগাস্ট আন্দোলনের সময় পুলিশ হত্যার বিষয়টি তুলে ধরেন এবং এ বিষয়ে কতটি মামলা হয়েছে, সেসব মামলার অগ্রগতি কি জানতে চান।

জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, “এগুলো মামলা, যেগুলো হয়েছে… আমরা… মামলা রুজু হয়ে গেছে। এখন এ বিষয়গুলো, এগুলোর একটা রাজনৈতিক দিক আছে আপনারা জানেন। আমাদের সব কিছু বিচার বিবেচনা করে এগুতে হবে।”

অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শত শত নেতাকর্মী, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে ১ হাজার ৭৬০টি মামলা মামলা হওয়ার তথ্য দেন বাহারুল আলম।

তিনি বলেন, “এসব মামলার মধ্যে মাত্র ৫৫টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।”

পুলিশ প্রধান বলেন, এই ৫৫টি মামলার মামলার মধ্যে ১৮টি হত্যা মামলা। হত্যার এসব মামলায় ১ হাজার ৯৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্যান্য ধারায় যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে সেগুলোর আসামি হচ্ছে ২ হাজার ১৮৫ জন।

অভিযোগপত্র দাখিল করা এসব মামলায় আসামির তালিকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, বলেন তিনি।

আরেক প্রশ্নে পুলিশ প্রধান বলেন, মোট ১ হাজার ৭৬০টি মামলার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা।

অধিকাংশ মামলাই এখনো তদন্তাধীন, এ কথা তুলে ধরে তিনি বলেন, “এসব মামলায় অত্যন্ত গুরুত্বসহকারে তদন্তের কাজ চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করছেন।”

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে ১৭৩ (এ) ধারা সংযুক্ত করার বিষয়ে বাহারুল আলম বলেন, “এই নতুন ধারা অনুযায়ী যারা নিজেকে নির্দোষ মনে করেন, তারা জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করলে জেলা পুলিশ সুপার নির্দোষ হিসেবে আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেন অভিযোগপত্রের আগেই।

“এরই মধ্যে ১৭৩ (এ) ধারা অনুযায়ী ১৩৬ জনের ব্যাপারে আদালতে দেওয়া হলে আদালত তাদের অব্যাহতি দিয়েছে। আমরা আরো ২৩৬ জনের আবেদন বিবেচনা করছি।”

এরই মধ্যে যাদের নামে অভিযোগপত্র হয়ে গেছে, তাদের বিষয়ে পুলিশের কোনো করণীয় আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “সেটা এখন আদালেতের বিষয়। আর মাত্র ৫৫টি মামলার অভিযোগপত্র দিয়েছি। হাজার হাজার মামলা রয়েছে এখনো। আমার মনে হয় লক্ষ লক্ষ লোক, নিরীহ যারা জড়িত হয়ে আছে এ সব মামলায়।”

ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় বলা হয়েছে, পুলিশের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অপর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়, তবে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সেই প্রতিবেদন আদালতে (ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল) দাখিল করা যাবে। আদালত ওই প্রতিবেদনের ভিত্তিতে সন্তুষ্ট হলে সেই ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন।

এখনো অভ্যুত্থানের সময়ে ঘটনায় মামলা হচ্ছে, থানা না নিলেও আদালতে যাচ্ছে, আর পুলিশ এ ক্ষেত্রে নানাভাবে হয়রানি করছে, যাচাই বাছাই না করে মামলা নিচ্ছে।

এর জবাবে পুলিশ প্রধান বলেন, “মামলা করার আগে যাচাই বাছাইয়ের সুযোগ নেই। আইন আমাদের সে অধিকার দেয়নি।”

তিনি বলেন, “বর্তমান সরকার ফৌজদারি কার্যবিধি সংশোধনের চেষ্টা করছে যেখানে মামলা করার আগে যাচাই-বাছাইয়ের ক্ষমতা দেওয়া যায় কি না পুলিশকে, সেটা এখনো হয়নি।”

মামলা গ্রহণ না করে পুলিশের ‘হয়রানির’ অভিযোগ এড়িয়ে যাওয়া যায় না বলে মন্তব্য করেন বাহারুল আলম।

আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার বিষয়ে তিনি বলেন, এখনো উদ্ধার অভিযান চলছে। এ পর্যন্ত ১ হাজার ৩৬৫টি অস্ত্র উদ্ধার হয়েছে।

খাগড়াছড়ির ঘটনায় তিনি বলেন, একটি ধর্ষণের ঘটনা ঘিরে এতবড় ঘটনা আর ‘কোথাও ঘটেনি’। এই ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো দুইজন জড়িত আছে বলে অভিযোগ রয়েছে, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, “এই ঘটনাটিকে কেন বড় করা হল?”

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন