মিরসরাইয়ের গোপীনাথপুরে "নারী শক্তির উত্তরণ" নাটকের মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক বিকাশ

1 week ago
VIEWS: 115

শুভ দে,চট্টগ্রাম, HindusNews:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গোপীনাথপুর সার্বজনীন পূজা মন্দিরে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী নাট্যনুষ্ঠান - "নারী শক্তির উত্তরণ"। গ্রামেরই কৃতি সন্তান, পূজা দে-এর তত্ত্বাবধানে গ্রামের কচিকাঁচা ছেলেমেয়েরা এই নাটকে অংশ নেয়, যা দর্শকদের মুগ্ধ করে।

পূজা দে, যিনি নিজেও গোপীনাথপুরের মেয়ে, গ্রামের শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবসময় আগ্রহী। তারই প্রচেষ্টায় এবং শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নাটকটি মঞ্চস্থ হয়। "নারী শক্তির উত্তরণ" নামের মাধ্যমেই নাটকের মূল বার্তা ফুটে ওঠে, যেখানে নারী সমাজের ক্ষমতা, resilience এবং সমাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেওয়া হয়।

এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ শুধু শিশুদের বিনোদনই দেয় না, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। গ্রামের ঐতিহ্যবাহী মন্দিরের প্রাঙ্গণে এমন একটি প্রগতিশীল ভাবনার নাটকের মঞ্চায়ন স্থানীয় সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

নাটকটি দেখতে ভিড় জমিয়েছিলেন গ্রামের আপামর জনসাধারণ। শিশুদের মনোমুগ্ধকর অভিনয় এবং পূজা দে-এর সুদক্ষ পরিচালনা সকলের প্রশংসা কুড়ায়। এই ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামের শিশুরা যেমন নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়, তেমনি দর্শকরাও সুস্থ বিনোদনের সাক্ষী হন। গোপীনাথপুরের এই উদ্যোগ অন্যান্য গ্রামের জন্যেও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন