
স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার
সবুজ দত্ত, ঢাকা প্রতিনিধি:
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান হাইকমিশনার।
প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশ একটি অনন্য এবং বিশেষ সম্পর্ক ভাগ করে নেয়, যেটা ইতিহাস ও ভূগোলের মাধ্যমে তারা সংযুক্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যৌথ ত্যাগের মাধ্যমে তারা আবেগগতভাবে সংযুক্ত।
তিনি বলেন, দুর্গাপূজা এমনই একটি যৌথ ঐতিহ্য। এই উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সাংস্কৃতিক বন্ধন আমাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন এবং গভীর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সম্পর্কের আসল শক্তি আমাদের জনগণ।
হাইকমিশনার বলেন, দুর্গাপূজা কেবল ভক্তির উৎসব নয়, এটি সংস্কৃতি, অন্তর্ভুক্তি এবং করুণারও উদযাপন। দুর্গাপূজা মন্দের ওপর শুভ, অন্ধকারের ওপর আলো এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক। আমরা প্রার্থনা করি যে এই দুর্গাপূজা আমাদের সবার জন্য নতুন আশা নিয়ে আসে এবং আমাদের সম্পর্কের জন্য আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
প্রণয় ভার্মা বলেন, এই শুভ অষ্টমী পূজার দিনে, আমি দেবী দুর্গার কাছে প্রার্থনা করি– আমাদের সকলকে জ্ঞান ও করুণার আশীর্বাদ করুন। আমাদের ওপর শান্তি, সমৃদ্ধি, সুখ ও সম্প্রীতি বর্ষণ করুন এবং আমাদের দুই দেশ ও আমাদের জনগণকে সংযুক্ত করে এমন বন্ধনকে লালন করার জন্য আমাদের শক্তি ও সাহস দিন।