
আজ মহানবমী; দুর্গার মহাআরতি শেষে কৈলাসে ফেরার প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ চতুর্থ দিন। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, যা মূলত দেবী দুর্গার কৈলাসে (স্বামীর বাড়ি) ফিরে যাওয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিচ্ছে।
আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই মহোৎসব। এই বিদায়ের কথা ভেবেই উৎসবমুখর পরিবেশের মধ্যেও ভক্তদের মনে এখন বিষাদের সুর।
মহানবমীর বিশেষ পর্ব না থাকলেও এই দিনটি আরাধনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে তর্পণে দুর্গার মহাস্নান এবং ষোড়শ উপচারে পূজা করা হবে। সন্ধ্যায় দেবী দুর্গার 'মহাআরতি' অনুষ্ঠিত হবে।
মহানবমীতে বলিদান ও নবমী হোমের বিশেষ রীতি রয়েছে। পুরোহিতদের মতে, ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি জানানো হবে।
এদিন ভক্তদের দেওয়া উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে দেবী দুর্গার পূজা হবে। নীল অপরাজিতা ফুলও এই পূজার বিশেষ অনুষঙ্গ।
নবমী তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে, যা অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে অনুষ্ঠিত হয়। এই সময়ে দেবী চামুণ্ডার পূজা করা হয় এবং দেবীর চরণে ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (২রা অক্টোবর) বিজয়া দশমী। এদিন সকালে দশমীর বিহিত পূজা শেষে হবে দর্পণ ও বিসর্জন। এই দিন দেবী মর্ত্য ছেড়ে দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।
সনাতন বিশ্বাস অনুসারে, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য।