আজ শুভ বিজয়া দশমী : মর্ত্য ছেড়ে কৈলাসে গমন করবেন জগজ্জননী

1 week ago
VIEWS: 40

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে শুভ বিজয়া দশমী। শারদীয় দুর্গোৎসবের পরম পরিণতি এই দিনেই ঘটে দেবী দুর্গার মর্ত্য থেকে স্বর্গলোকে গমন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আজ জগজ্জননী দশভুজা দুর্গা মহিষাসুর নিধন করে দুষ্ট শক্তির বিনাশ ঘটিয়ে কৈলাসে ফিরে যাচ্ছেন।

রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রামের প্রতিটি পূজা মণ্ডপে সকাল থেকেই চলছে পূজা-অর্চনা, সিঁদুর খেলা এবং দেবী বিদায়ের আচার। ভক্তরা চোখের জলে দেবীকে বিদায় জানালেও মনে রাখছেন তাঁর আগমনবার্তা— “অসুর দমন ও শুভ শক্তির বিজয়”।

আজ সকালে দেবী দুর্গার পূজা শেষে অনুষ্ঠিত হয়েছে দেবী বিসর্জনের প্রস্তুতি। ঢাকায় বুড়িগঙ্গা, টঙ্গীর তুরাগ, গাবতলী ও ধলেশ্বরীসহ বিভিন্ন নদীর ঘাটে তৈরি হয়েছে বিসর্জন মঞ্চ। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবিও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এ উপলক্ষে রাজধানীর রমনা কালীমন্দির, ঢাকার শাঁখারীবাজার, চট্টগ্রামের জেএম সেন হল, বরিশালের সদর রোড, খুলনার পূজা মণ্ডপসহ সারা দেশে চলছে ভক্তদের ঢল। নারীরা অংশ নিচ্ছেন সিঁদুর খেলা ও দেবীকে মিষ্টান্ন নিবেদন অনুষ্ঠানে। শিশুরা অংশ নিচ্ছে দেবীর আরাধনায়।

শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ায় ভক্তদের মনে কিছুটা বেদনা থাকলেও, তাঁরা বিশ্বাস করেন— দেবী আবার আগামী শরতে মর্ত্যে ফিরে আসবেন।

হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং জাতিগত সম্প্রীতি ও মিলনমেলার প্রতীক। এদিনে মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেক মানুষও পূজা মণ্ডপে এসে শুভেচ্ছা বিনিময় করেন।

আজকের দিনটি তাই কেবল বিদায়ের নয়, বরং শুভ শক্তির জয়গান ও আগামী দিনের আশার প্রতীক।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন