



নেত্রকোনার মোহনগঞ্জে দুর্গাপূজা মণ্ডপে দুষ্কৃতীদের হামলা! প্রতিমা রক্ষায় আহত বহু গ্রামবাসী!
নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের খুরশিমূল গ্রামে দুর্গাপূজা মণ্ডপে দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাত আনুমানিক ১টার দিকে ১৪-১৫ জন ভিন্ন ধর্মের দুষ্কৃতকারী হঠাৎ পূজা মণ্ডপে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা ইচ্ছাকৃতভাবে পূজার পরিবেশ নষ্ট করতে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং উপস্থিত গ্রামবাসীর ওপর হামলা চালায়।
স্থানীয়রা জানান, হামলাকারীরা সরাসরি মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুরের চেষ্টা চালায়। তবে ওই সময় গ্রামের অসংখ্য তরুণ-যুবক একযোগে প্রতিরোধ গড়ে তোলে। প্রতিমা রক্ষা করতে গিয়ে তারা হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন। গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে মন্দির ও প্রতিমা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। বর্তমানে গ্রামবাসী মণ্ডপে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন, যাতে আবারও কেউ হামলার চেষ্টা না করতে পারে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন।
শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আবহের মধ্যে এমন একটি হামলা শুধু খুরশিমূল নয়, পুরো নেত্রকোনা ও আশপাশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে।