
তারেক রহমানের নির্দেশে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে রিটল বিশ্বাস: সম্প্রীতির বার্তা নিয়ে আলীকদমের ৫টি মণ্ডপে আর্থিক অনুদান
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় মহা নবমীর পুণ্য তিথিতে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা-এর নির্দেশনায় এই শুভেচ্ছা কার্যক্রম পরিচালিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি জনাব রিটল বিশ্বাস আলীকদম উপজেলার ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান বিতরণ করেন।
মণ্ডপ পরিদর্শনের সময় জনাব রিটল বিশ্বাস বলেন, "বিএনপি ধর্মীয় সম্প্রীতিতে গভীরভাবে বিশ্বাসী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় আমরা দুর্গাপূজার এই মহা উৎসবে সকলের পাশে দাঁড়িয়েছি। এই অনুদান কেবল আর্থিক সহায়তা নয়, এটি আমাদের সৌহার্দ্য ও সহাবস্থানের বার্তা।"
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য জনাব মাশুক আহাম্মদ, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মো. জুলফিকার আলী ভুট্টো, সাবেক যুগ্ম আহবায়ক জনাব মো. ইউনুস মিয়া এবং জনাব মো. মনছুর আলম।
এছাড়াও, আলীকদম উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, স্থানীয় দুর্গাপূজা উদযাপন কমিটির কর্মকর্তাবৃন্দ এবং মণ্ডপ সংশ্লিষ্টরা এই শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।