
ষোড়শীকুঞ্জ মেঘদূত সংঘের পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা: কিশোরী ভলান্টিয়ার লাঞ্ছিত, অপপ্রচারের অভিযোগ
তন্ময়,চট্টগ্রাম প্রতিনিধি:
রাজধানীর ষোড়শীকুঞ্জ মেঘদূত সংঘের পূজামণ্ডপে নবমীর রাতে এক অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। গতরাত ১০টা ১৫ মিনিটে মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে দর্শনার্থীদের দ্রুত মণ্ডপ ত্যাগের অনুরোধ জানানোয় এক কিশোরী ভলান্টিয়ারকে (১৪ বছর বয়সী) প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও আত্মহত্যার হুমকির অভিযোগও করেছে পূজা কমিটি।
সংঘের পক্ষ থেকে জারি করা এক জরুরি ঘোষণায় জানানো হয়েছে, অতিরিক্ত ভিড় সামলাতে গিয়ে তাদের এক কিশোরী ভলান্টিয়ার দর্শনার্থীদের দ্রুত মণ্ডপ ত্যাগের অনুরোধ জানালে এক মহিলা তাকে প্রকাশ্যে থাপ্পড় মারেন এবং প্রভাব খাটিয়ে হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, ওই মহিলার বান্ধবী শ্রুতি দে তিথি তাকে সমর্থন করেন এবং কিছু সংগঠনের নাম ব্যবহার করে সংঘকে হুমকি দেন।
ঘটনার পরপরই পূজা কমিটি এর প্রতিবাদ জানায় এবং বলে, "আপনি গায়ে হাত না তুলে কমিটিকে বিষয়টি জানালে সমাধান করা যেত।"
তবে, এই ঘটনার পর শ্রুতি দে তিথি ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন এবং পূজামণ্ডপ কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালান বলে সংঘের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ষোড়শীকুঞ্জ মেঘদূত সংঘ এই ঘটনাকে বাংলাদেশ আইন অনুসারে শিশু নির্যাতন এবং মিথ্যা প্রচার/অপপ্রচারের শামিল বলে উল্লেখ করেছে। শিশু আইন, ২০১৩ অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক শিশুকে আঘাত করা অপরাধ এবং দণ্ডবিধির ধারা ৫০০-৫০১ অনুযায়ী মানহানিকর ও মিথ্যা প্রচারণা চালানোও অপরাধ।
পূজা কমিটি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছে এবং এর সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
সংঘ তাদের সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যের পাশে থাকার এবং পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করার অনুরোধ জানিয়েছে।