
প্রতিমা বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা: নদীতে ডুবে ৩ শিশু নিখোঁজ
HindusNews ডেস্ক
শারদীয় দুর্গাপূজার মহোৎসব শেষে প্রতিমা বিসর্জনের আনন্দঘন মুহূর্তেই নেমে এলো গভীর শোক। দেশের দুই জেলায় পৃথক ঘটনায় নদীতে ডুবে তিন শিশু নিখোঁজ হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পাশে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছে দুই শিশু। একই দিনে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনকালে পানিতে তলিয়ে গেছে আরেক শিশু।
গাজীপুরের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপূজার শেষ দিনে প্রতিমা বিসর্জনের দৃশ্য দেখতে পরিবারসহ ছোট একটি ডিঙ্গি নৌকায় চড়ে হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা বিশ্বাস এবং তাপশ দাশের ছেলে তন্ময় মনি দাশ। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিনচালিত বড় একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই ডুবে যায় শিশুদের বহনকারী নৌকাটি। নৌকায় থাকা কয়েকজন প্রাণে বাঁচতে সক্ষম হলেও অঙ্কিতা ও তন্ময় নদীর স্রোতে হারিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে রাত নেমে আসায় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, শুক্রবার সকালে ডুবুরি দল এসে শিশু দুজনকে উদ্ধারে কাজ শুরু করবে।
একইদিন সন্ধ্যার আগে নওগাঁর মহাদেবপুর উপজেলায়ও ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। আত্রাই নদীর ঢালাই ব্রিজ পয়েন্টে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিভিন্ন মন্দির থেকে অন্তত পঞ্চাশটির বেশি নৌকা নদীতে নামে। এর মধ্যেই প্রতিমাবাহী একটি নৌকা থেকে হঠাৎ একটি শিশু নদীতে পড়ে যায়। স্বজনরা মরিয়া হয়ে খোঁজাখুঁজি করলেও শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। তবে ওই স্টেশনে ডুবুরি না থাকায় রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলকে ডাকা হয়েছে।
একই দিনে ঘটে যাওয়া এই দুই দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোক। দুর্গাপূজার উচ্ছ্বাস আর আনন্দে ভরা পরিবেশ হঠাৎই রূপ নিয়েছে শোকে। এলাকাবাসী বলছেন, প্রতিবারই প্রতিমা বিসর্জনের সময় নৌকায় অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। নৌযান চলাচল নিয়ন্ত্রণে যথেষ্ট কঠোরতা না থাকায় এবারও তার করুণ মূল্য দিতে হলো নিরীহ শিশুদের।