
দিনাজপুরের খানসামায় অষ্টমীর রাতে দূর্পূগাজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগ!
নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুর জেলার খানসামা উপজেলার সুবর্ণখুলী গ্রামের দক্ষনাথ বাবু পাড়ায় দুর্গাপূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ রায়ের বাড়িতে অষ্টমীর রাতে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, পূজামণ্ডপে সকলেই যখন অষ্টমীর অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন, তখনই সুযোগ নেয় দুষ্কৃতকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রনজিৎ রায়ের বাড়ির খড়ি ঘরে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে পানি ঢেলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বাড়ির একটি অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি।
এ বিষয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “পূজার মতো আনন্দঘন মুহূর্তকে নষ্ট করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। এটি একটি পরিকল্পিত নাশকতা।” তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরুপ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।