
মন্দিরে দায়িত্ব পালনের সময় আনসার কমান্ডারের মৃত্যু!
HindusNews ডেস্ক:
জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌরসভার খলিসাগাড়ি জমিদারবাড়ি মন্দিরে নিরাপত্তা দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেছেন আনসার কমান্ডার কালাম মন্ডল (৬০)। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত কালাম মন্ডল উপজেলার ইটাখোলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মন্দিরে নিরাপত্তার দায়িত্বে অবস্থান করার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কালাম। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমনা নওশিন বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”
উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা ফারুক হোসেন শোক প্রকাশ করে বলেন, “কালাম মন্ডল দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে আনসার বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আনসার বাহিনী তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”