বিজয়া দশমীতে দুর্গা বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা: ভারতে প্রাণ গেল ১৩ জনের!

1 week ago
VIEWS: 104

HindusNews আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশে বিজয়া দশমী উপলক্ষে দুর্গা বিসর্জনে অংশ নিতে গিয়ে দুটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রথম দুর্ঘটনা ঘটে উজ্জানের ইঙ্গোরিয়া এলাকায়। দুর্গা বিসর্জন দিতে ভক্তদের বহনকারী একটি ট্রাক্টর-ট্রলি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১২ বছর বয়সী এক শিশু ভুল করে ট্রাক্টরটি চালু করে ফেললে ট্রলি নদীতে পড়ে যায়। এতে একসাথে ১২ শিশু পানিতে পড়ে যায়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় এবং একজন শিশু এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।

অপরদিকে, খানদাওয়া জেলার পান্দানা তেহসিলের আর্দলা ও জামিল গ্রামের অন্তত ২০ থেকে ২৫ জন ভক্ত ট্রাক্টর-ট্রলিতে করে বিসর্জন মিছিল নিয়ে যাচ্ছিলেন। পথে অতিরিক্ত বোঝাই হওয়া ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে অন্তত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনই কিশোরী। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ক্রেন দিয়ে ডুবে যাওয়া ট্রাক্টর-ট্রলিটি উদ্ধার করা হলেও নিখোঁজদের খোঁজে ডুবুরি দল এখনো তল্লাশি চালাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরগুলোতে অতিরিক্ত যাত্রী ছিল। ভারসাম্য হারিয়ে দুটি দুর্ঘটনাই ঘটে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসাথে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজদের সন্ধান করতে নির্দেশ দিয়েছেন।

ধর্মীয় উৎসবের আনন্দঘন মুহূর্তে এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা মধ্যপ্রদেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে। বিজয়া দশমীর আনন্দ ম্লান হয়ে গেছে বহু পরিবারে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন