
বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় কটাক্ষের শিকার অভিনেতা ইয়াশ রোহান
HindusNews ডেস্ক :
জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন।
রোববার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক হাতে ‘শুভ বিজয়া’ লিখে দেবী দুর্গার প্রতিমার সামনে তোলা একটি ছবি পোস্ট করেন ইয়াশ রোহান। সঙ্গে সঙ্গেই পোস্টটিতে নেমে আসে নানামুখী প্রতিক্রিয়া। বহু ভক্ত ও শুভাকাঙ্ক্ষী ইতিবাচক মন্তব্য করলেও, কিছু ব্যক্তি সেখানে অভিনেতার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলে ও অবমাননাকর মন্তব্য করে বসে।
মন্তব্যে কেউ লিখেছেন— “তুই কি হিন্দু? আজকে জানলাম”, আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, “এতদিন তো মুসলিম মনে করতাম”। আরেকজন সরাসরি অভিনেতাকে আক্রমণ করে বলেন, “আজকের পর থেকে তোমার নাটক আর দেখব না”।
অভিনেতা ইয়াশ রোহান অবশ্য এসব নেতিবাচক মন্তব্যের জবাবে শান্তভাবে প্রতিক্রিয়া জানান। তিনি কারও প্রতি বিরূপ না হয়ে ধৈর্যের সঙ্গে উত্তর দিয়েছেন— “আহারে ভাই”, “যা ভালো মনে করেন” ইত্যাদি মন্তব্যের মাধ্যমে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের কটাক্ষ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি এবং এটি শিল্পী-সংস্কৃতির স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।
নেটিজেনরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন— “এখানেও একজন অভিনেতাকে গিলতে চাচ্ছে! আবারও সম্প্রীতির বাংলাদেশ অস্বীকার করা যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে।”
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ধর্মীয় বিদ্বেষ ও কটাক্ষ একটি বহুত্ববাদী সমাজের জন্য অশনিসংকেত। বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায় মিলেমিশে উৎসব উদযাপন করে আসছে। দুর্গাপূজা, ঈদ, বড়দিন, বুদ্ধপূর্ণিমা—সবই জাতীয় জীবনের অংশ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমবর্ধমান হিংসাত্মক ও বিদ্বেষমূলক বক্তব্য দেশীয় সংস্কৃতি ও সম্প্রীতির পরিবেশকে দুর্বল করে দিচ্ছে।