আরএসএস-এর শতবর্ষপূর্তি উদযাপন, নাগপুরে জমকালো আয়োজন

1 week ago
VIEWS: 46

HindusNews ডেস্ক:

ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদী মতাদর্শের প্রধান সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রতিষ্ঠার একশো বছর পূর্ণ করল। এই উপলক্ষে মহারাষ্ট্রের নাগপুর শহরে অবস্থিত সংগঠনের সদর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় শতবর্ষপূর্তি উদযাপনের মহা-আয়োজন।

১৯২৫ সালে কেশব বলিরাম হেডগেওয়ার আরএসএস প্রতিষ্ঠা করেছিলেন। শুরুটা ছিল মাত্র কয়েকজন স্বয়ংসেবকের নিয়ে, কিন্তু একশো বছরে এসে এই সংগঠন আজ কোটি কোটি কর্মী-সমর্থকের সমর্থনে বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠনে পরিণত হয়েছে।

উদযাপন অনুষ্ঠানে হাজার হাজার স্বয়ংসেবক তাদের ঐতিহ্যবাহী খাকি পোশাক ও কালো টুপি পরে যোগ দেন। নাগপুরের রাস্তায় সকাল থেকে শুরু হয়েছিল শোভাযাত্রা, যেখানে শঙ্খধ্বনি, বাদ্যযন্ত্র ও সংগীতের মাধ্যমে আরএসএস কর্মীরা নিজেদের শক্তি ও সাংগঠনিক শৃঙ্খলা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বক্তৃতায় বলেন,

“আমাদের শতবর্ষপূর্তি শুধু ইতিহাস নয়, এটি ভবিষ্যতের পথচলার অঙ্গীকার। ভারতকে আবারও বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে আরএসএস নিরলসভাবে কাজ করে যাবে।”

শতবর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশেষ বার্তা পাঠান। তিনি আরএসএস-এর ভারতীয় সমাজে অবদান তুলে ধরে বলেন, “সংঘ কেবল সাংগঠনিক শক্তি নয়, এটি জাতির চেতনার প্রতীক। দেশের ঐক্য, শৃঙ্খলা ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে আরএসএস এর ভূমিকা অবিস্মরণীয়।”

শতবর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা, দেশাত্মবোধক গান, শারীরিক কসরত প্রদর্শনী এবং ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সংঘের ইতিহাস তুলে ধরা হয়।

ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধি ছাড়াও বিদেশ থেকেও আরএসএস-এর শাখা সংগঠনের নেতারা অনুষ্ঠানে যোগ দেন। বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত প্রবাসী ভারতীয়রাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

আরএসএস-এর এই শতবর্ষপূর্তি শুধু একটি সংগঠনের নয়, বরং হিন্দুত্ববাদী আন্দোলনের দীর্ঘ সংগ্রাম ও সাফল্যের প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন