
স্কুল-কলেজে ছুটি নিয়ে বিভ্রান্তি: মাউশির ব্যাখ্যা
HindusNews Desk :
দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে দেশের মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে শিক্ষাপঞ্জি অনুযায়ী টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি শুরু হয়েছে গত ২৮ সেপ্টেম্বর থেকে, যা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।
কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও বিভ্রান্তি দেখা দিয়েছে। সেই চিঠিতে ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা না নেওয়ার কথা উল্লেখ থাকায় অনেক প্রতিষ্ঠান সেটিকে বাড়তি ছুটি হিসেবে ব্যাখ্যা করেছে। ফলে অনেক জায়গায় ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী সাংবাদিকদের বলেন—
> “ছুটি ৭ অক্টোবর পর্যন্তই থাকবে। ৮ অক্টোবর থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা নেওয়া যাবে না। এর মানে ছুটি বাড়ানো নয়, শুধু পরীক্ষাবিহীন দিন নিশ্চিত করা।”
তিনি আরো জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ভুল ব্যাখ্যা করে যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, তারা ভুল করেছেন। এই বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট এবং কেউ বিভ্রান্ত হলে সরাসরি মাউশিতে যোগাযোগ করে বিষয়টি জেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, অনেক শিক্ষার্থী ও অভিভাবক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, হঠাৎ করে ছুটি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় অনেকে ভ্রমণ পরিকল্পনা কিংবা বিভিন্ন কার্যক্রমে সমস্যায় পড়ছেন।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত ছিল মন্ত্রণালয়ের চিঠির সঠিক ব্যাখ্যা বোঝা ও শিক্ষার্থী-অভিভাবকদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা। ছুটির সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ না হওয়ায় অনেক ক্ষেত্রেই এমন পরিস্থিতি তৈরি হয়।
সবশেষে মাউশি পুনরায় জানিয়ে দিয়েছে, ৭ অক্টোবর পর্যন্ত ছুটি, ৮ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হলেও ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।