
প্রতিমা বিসর্জন দেখতে এসে তুরাগ নদে ডুবে যাওয়া অপর শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদের চাপাইর এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নৌকা ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিন দিনের ব্যবধানে নিখোঁজ দুই শিশুর মধ্যে দ্বিতীয়জন তন্ময় চন্দ্র দাস (৯)-এর মরদেহ শনিবার (৪ অক্টোবর) সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে, বৃহস্পতিবার বিকেলে হিজলতলী এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে অসংখ্য মানুষ তুরাগ নদে নৌকাযোগে যান। সেই সময় অতিরিক্ত যাত্রীতে একটি নৌকা উল্টে নদীতে তলিয়ে যায়। নৌকায় থাকা বেশিরভাগ যাত্রী সাতরে তীরে উঠতে পারলেও শিশু অঙ্কিতা মনি দাস (৪) ও তন্ময় চন্দ্র দাস (৯) নিখোঁজ হয়ে যায়।
এরপর শুক্রবার সকালে উদ্ধারকর্মীরা অঙ্কিতার নিথর দেহ নদী থেকে উদ্ধার করে। তন্ময়কে খুঁজে না পেয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। অবশেষে শনিবার সকালে ঘাটাখালি নদীর বরিয়াবহ-রসুলপুর ব্রিজের কাছে ভেসে ওঠা একটি মরদেহ দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা তন্ময়ের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন,
> “শনিবার সকালে আমরা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। এটি নিঃসন্দেহে একটি মর্মান্তিক দুর্ঘটনা। দু’টি নিষ্পাপ প্রাণের এমন মৃত্যু আমাদেরও ব্যথিত করেছে।”
স্থানীয়রা জানান, দুর্গাপূজার সময় প্রতি বছরই তুরাগ নদে বিসর্জনের দিনে শত শত মানুষ নদীপারে জড়ো হন। পর্যাপ্ত নিরাপত্তা ও নৌকা চলাচলের নিয়ম না মানার কারণে এমন দুর্ঘটনা ঘটছে প্রায়ই।
তন্ময় ও অঙ্কিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে চলছে মাতম, স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।