


দিনাজপুরে পারিবারিক পূজার প্রতিমা ভাঙচুর: ধামাচাপার অভিযোগ স্থানীয় চেয়ারম্যানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে শতবর্ষের ঐতিহ্যবাহী পারিবারিক পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় এলাকায় চরম ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গভীর রাতে, আনুমানিক ভোর ৪টা থেকে ৫টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভেঙে চূর্ণবিচূর্ণ করে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের উদ্যোগে দীর্ঘদিন ধরে চলা এই পূজাটি ওই এলাকায় সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত ছিল। গত ১০০ বছরে কখনও এমন জঘন্য ঘটনার নজির দেখা যায়নি।
স্থানীয়দের দাবি—এটি ছিল পরিকল্পিত ভাঙচুর, যার উদ্দেশ্য ছিল হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।
ঘটনার পরপরই বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেছেন। তারা রাতারাতি ভাঙা প্রতিমাগুলো স্থানীয়ভাবে ভাসিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, একটি শতবর্ষী পারিবারিক পূজায় এভাবে প্রতিমা ভাঙচুরের পরও প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের নীরবতা কেন? তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
এদিকে, হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতারা বলেছেন, এমন ঘৃণ্য ঘটনার দ্রুত বিচার না হলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।