


পশ্চিমবঙ্গে নির্মাণাধীন লক্ষ্মী ও কালী প্রতিমা ভাংচুর! হিন্দু সম্প্রদায়ের মাঝে ক্ষোভ ও আতঙ্ক!
HindusNews ডেস্ক :
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত গণপতি নগরের উত্তর নারকেল দা হাট এলাকায় শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে স্থানীয় মৃৎশিল্পী অনিল চাকড়ার প্রতিমা তৈরির কারখানায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে নির্মাণাধীন লক্ষ্মী ও কালী প্রতিমাসহ প্রায় ৫০টি প্রতিমা ভাংচুর করেছে।
চোখে পড়েছে ভাঙা প্রতিমার হাত-পা, ছিন্নমস্তক দেবীমূর্তি — এক বিভীষিকাময় দৃশ্য। প্রতিমা তৈরির কর্মশালায় থাকা কারিগররা সকালে এসে ঘটনাটি দেখে হতভম্ব হয়ে পড়েন। তাঁরা জানান, “রাতের দিকে কারখানায় কেউ ছিল না। সকালে এসে দেখি, সব প্রতিমা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এমন ঘটনা জীবনে কখনো দেখিনি।”
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্মীয় বিদ্বেষবশত অথবা প্রতিযোগিতামূলক ঈর্ষা থেকে এ হামলা ঘটানো হতে পারে।
স্থানীয় হিন্দু সংগঠন ও সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছেন। তাঁরা বলেন, “বারবার এমনভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এটি শুধুমাত্র প্রতিমা নয়, আমাদের বিশ্বাস ও সংস্কৃতির ওপর আঘাত।”
হিন্দু সমাজের পক্ষ থেকে প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের ক্ষতিপূরণ এবং প্রতিমা পুনর্নির্মাণে সহায়তার দাবি উঠেছে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে তমলুক থানা পুলিশ।