
নিজ বাড়ি থেকে নাটোর জেলা হিন্দু মহাজোট সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
নাটোরে জেলা হিন্দু মহাজোটের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ভাস্কর বাগচির (৪৮) রহস্যজনক মৃত্যু। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের লালবাজার মহল্লার নিজ বাসার সিঁড়ির পাশে রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা প্রথমে তাকে দেখতে পান এবং দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ভাস্কর বাগচি ওই এলাকার প্রয়াত চান্দু বাগচির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নাটোর জজ কোর্টের আইনজীবী ও আয়কর উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি নাটোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি হিসেবে ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় হিন্দু সমাজসহ জেলার সর্বস্তরের মানুষ গভীর শোক জানিয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তিনি বলেন, “প্রাথমিক আলামত অনুযায়ী মনে হচ্ছে, ভাস্কর বাগচি গলায় গামছা বা রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” তিনি আরও জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদের বক্তব্য ও আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হবে।
স্থানীয়রা জানান, ভাস্কর বাগচি ছিলেন সৎ, পরিশ্রমী ও সমাজসেবক মানুষ। তিনি সম্প্রতি বেশ কিছু সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। অনেকেই মনে করছেন, তিনি হয়তো কোনো মানসিক চাপ বা অজানা কারণে হতাশায় ভুগছিলেন, যা তাকে এমন সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।
ভাস্কর বাগচির মৃত্যুর ঘটনায় নাটোর জেলা হিন্দু মহাজোট গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “ভাস্কর বাগচির মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো জেলার হিন্দু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সাহসী কণ্ঠ, যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কখনও পিছপা হননি।” সংগঠনটি দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও স্বচ্ছ প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে।
ময়নাতদন্ত শেষে ভাস্কর বাগচির মরদেহ পারিবারিক শ্মশানে দাহ করা হবে বলে জানা গেছে। এদিকে তার মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।