+1

অসুরের মুখে দাঁড়ি, ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন : স্বরাষ্ট্র উপদেষ্টা

6 days ago
VIEWS: 63

HindusNews ডেস্ক:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের প্রায় আট শতাধিক পূজামণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার পেছনে ‘ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির চেষ্টা করেছে। এর মাধ্যমে তারা সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই ঘটনায় কিছু চিহ্নিত বুদ্ধিজীবীর ইন্ধন ছিল।” তিনি জানান, সারাদেশে মোট ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানোর ঘটনা ঘটেছে। যদিও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে কিছু ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে একটি পূজামণ্ডপে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুরের মুখ তৈরির খবরের প্রসঙ্গ টেনে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “একটি পার্শ্ববর্তী দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপন করার যে খবর এসেছে, বাংলাদেশের কয়েকটি মণ্ডপে অসুরের মুখে দাড়ি বসানোর ঘটনায় তার যোগসূত্র পাওয়া যাচ্ছে। এসব ঘটনাই প্রমাণ করে, এ ধরনের সাম্প্রদায়িক উস্কানি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং একটি পরিকল্পিত প্রচেষ্টা।”

খাগড়াছড়ি ও পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা এবং পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে, যা এখন প্রতীয়মান।” তিনি দাবি করেন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সক্রিয় ভূমিকার ফলে কুচক্রকারীদের চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, “যে ধর্ষণের ঘটনাটি নিয়ে এত আলোচনার সৃষ্টি হয়েছে, মেডিকেল রিপোর্টে সেখানে কোনো ধর্ষণের আলামতই পাওয়া যায়নি।” তিনি বলেন, ইতিমধ্যেই পার্বত্য এলাকায় অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ধর্ম অবমাননার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সেটি এখনো তদন্তাধীন। এ মুহূর্তে বলা সম্ভব নয়, অন্য কোনো ঘটনার সঙ্গে এর যোগসূত্র আছে কি না।”

ভারত সরকারের এক মন্তব্যে—যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ভারতের ওপর দোষ চাপাচ্ছে—প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ঘটনা আপনারা সবাই দেখেছেন, আপনারা চাক্ষুষ সাক্ষী। জনগণ আপনাদের প্রতিবেদনকেই বেশি বিশ্বাস করবে।”

পাশ্ববর্তী দেশ ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহত করতে চায় কি না—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আপনার প্রশ্নটা ভালো। আমরা বিষয়টি অনুসন্ধান করে দেখব।”

বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, অস্ত্র লুট, রাকসু নির্বাচন, রোহিঙ্গা শারদীয় দুর্গোৎসবসহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “এটা নির্বাচন কমিশনের বিষয়।” তবে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

তিনি দাবি করেন, সরকারের কঠোর তদারকি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং সাধারণ জনগণের সহযোগিতার কারণে এ বছরও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন এবং উৎসবমুখরভাবে উদযাপিত হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাংলাদেশের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বাসী। যারা সাম্প্রদায়িক উস্কানি দিতে চায়, তারা এ দেশের মানুষকে বিভক্ত করতে পারবে না।”

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন