
মানিকগঞ্জে জুয়েলার্সের কর্মচারীকে ছুরিকাঘাত করে ২২ ভরি স্বর্ণ লুট
নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জ শহরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। জেলার নিকেতন জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে কর্মরত এক কর্মচারীকে ছুরিকাঘাত করে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকায়।
আহত কর্মচারীর নাম শুভ দাস (২৫)। তিনি শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শুভ দাস দোকানে কাজ করছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে। শুভ কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে ফেলে এবং দোকানে থাকা প্রায় ২০-২২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে দ্রুত পালিয়ে যায়। শুভর চিৎকার শুনে আশপাশের দোকানদার ও স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এই ঘটনার পর থেকে মানিকগঞ্জ শহরের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী সমিতির নেতারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।