
রাত পোহালেই ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা
HindusNews ডেস্ক :
উন্নতি, জ্ঞান, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী হিসেবে পূজিত হন দেবী লক্ষ্মী।
শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করেন লক্ষ্মীপূজা। এ বছর এই পূজা অনুষ্ঠিত হবে সোমবার (৫ অক্টোবর)।
লক্ষ্মীপূজার মূল উদ্দেশ্য হলো ঘরে ঘরে আলপনা আঁকা, প্রদীপ জ্বালানো এবং দেবীর আরাধনার মাধ্যমে ধন-সম্পদ ও কল্যাণ কামনা করা। পূর্ণিমা তিথি শুরু হবে সোমবার বেলা ১১টা ২৪ মিনিটে এবং শেষ হবে রাত ৯টা ৩৩ মিনিটে। বিশ্বাস অনুযায়ী, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে পূজা গ্রহণ করতে আসেন। তার সন্তুষ্টি থাকলে সংসারে অর্থকষ্ট দূর হয় এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
লক্ষ্মীপূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। ‘কোজাগরী’ শব্দের অর্থ—‘কে জেগে আছ?’। হিন্দু পুরাণ অনুযায়ী, আশ্বিন মাসের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে ঘুরে দেখেন, কে জেগে আছে। তাই ভক্তরা এই রাতে জেগে থেকে দেবীর আগমন প্রত্যাশা করেন। শাস্ত্র মতে, দেবী লক্ষ্মী ধন-সম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। তার কৃপায় সংসারে আসে সমৃদ্ধি ও শান্তি।
রাজধানীসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িতেও নানা আয়োজনে দেবী লক্ষ্মীর আরাধনা করবেন।