
শ্রীমঙ্গলে দূর্গাপুজার অঞ্জলি দিতে গিয়ে ১০ বছরের রিমা রানী নিখোঁজ!
দেবব্রত চ্যাটার্জি দেব,নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গলে হিন্দু দরিদ্র পরিবারের মেয়ে রিমা রানী বিশ্বাস (১০) গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশনে অঞ্জলি দিতে এসে নিখোঁজ হয়েছে।
রিমার পিতা মতিলাল বিশ্বাস জানান, তার মেয়ে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে।
তিনি শ্রীমঙ্গল থানায় জিডি (জেনারেল ডায়েরি) করেছেন এবং পুলিশের সহায়তায় নিখোঁজ রিমা উদ্ধার করার চেষ্টা চলছে। প্রশাসন সক্রিয়ভাবে খোঁজ অভিযান চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
মতিলাল বিশ্বাস সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, যদি কেউ রিমাকে দেখেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য রাখেন, তবে অবশ্যই পুলিশ বা পরিবারকে অবহিত করবেন। তিনি বিশেষভাবে দেশবাসী, গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সাহায্য কামনা করেছেন।
রিমার সন্ধান পাওয়ার জন্য সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার চাইছে যেন দ্রুত রিমাকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা যায়।