
আজ কোজাগরী লক্ষ্মীপূজা: ধনসম্পদ, সৌভাগ্য ও শান্তির আরাধনায় মগ্ন সনাতন ধর্মাবলম্বীরা
HindusNews ডেস্ক :
আজ সোমবার, আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা সারা দেশে পালন করছেন কোজাগরী লক্ষ্মীপূজা। শারদীয় দুর্গোৎসবের সমাপ্তির পর এই পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয় দেবী লক্ষ্মীর পূজা—যিনি ধনসম্পদ, সৌভাগ্য, জ্ঞান, দানশীলতা ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত।
ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলজুড়ে পূজার্চনা, অঞ্জলি, আরতি ও দীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও পূজামণ্ডপগুলো সাজানো হয়েছে ফুল, আলোকসজ্জা ও আলপনায়। সন্ধ্যার পর থেকে দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে ঘরে ঘরে ভক্তরা।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, আশ্বিনী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে গমন করেন এবং “কে জাগে?”—এই আহ্বান জানান। তাই এই রাতের নাম হয়েছে “কোজাগরী পূর্ণিমা”, যার অর্থ “কে জেগে আছে”—অর্থাৎ যিনি ভক্তিভরে দেবীকে আহ্বান করে জাগ্রত থাকেন, তাঁকে দেবী আশীর্বাদে ধন-সম্পদ ও শান্তিতে পরিপূর্ণ করেন।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ পূজা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর রামকৃষ্ণ মিশন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দিরসহ বিভিন্ন মণ্ডপে ভক্তদের ঢল নেমেছে। অনেক এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও প্রশাসন একযোগে কাজ করছে যেন পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়।
এছাড়াও আজকের পূর্ণিমা তিথি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। অনেকে আজকের দিন ব্রত, উপবাস ও দান-ধ্যানে নিজেকে নিবেদিত করেন। অনেক গৃহে দেবীকে খুশি করতে চাল, মিষ্টান্ন, ফল, দুধ ও নারকেলসহ নানা উপাদানে নৈবেদ্য অর্পণ করা হয়।
লক্ষ্মীপূজা শুধু ধনসম্পদের আরাধনা নয়; এটি শুচিতা, সততা ও পরিশ্রমের প্রতীক। দেবী লক্ষ্মী এমন গৃহে অবস্থান করেন যেখানে মানুষ পরিশ্রমী, সৎ ও ধর্মপরায়ণ। তাই এ পূজা ভক্তদের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিকতার বার্তাও দেয়।
এই পবিত্র তিথিতে HindusNews পরিবারের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।