
চট্টগ্রামের ডিসি হিলে প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড!
চট্টগ্রামের ডিসি হিল এলাকায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ডিসি হিলে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন।
ঐতিহ্য অনুযায়ী বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনে ফানুস উড়িয়ে শুভকামনা প্রকাশ করে থাকেন। সন্ধ্যা নামতেই বিভিন্ন বিহার ও সংগঠনের উদ্যোগে আকাশজুড়ে শত শত ফানুস উড়ানো শুরু হয়।
এরই এক পর্যায়ে একটি ফানুস পাশের বৈদ্যুতিক খুঁটির আটকে যায়, সেখান থেকে আগুন একটি বিদ্যুৎের খুটির সাথে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত হয় ফানুসে ব্যবহৃত দাহ্য পদার্থ থেকে। তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, “ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ফানুস উড়ানোর সময় সতর্কতা অবলম্বনের জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।”
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব, যেদিন তাঁরা আকাশে ফানুস উড়িয়ে পুণ্য অর্জন ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে থাকেন।