
পাবনায় কলেজছাত্রী বিথি সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
HindusNews ডেস্ক :
পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের চকমধুপুর গ্রামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিজ ঘর থেকে বিথি সরকার (১৮) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বিথি সরকার ওই গ্রামের যুগল সরকারের মেয়ে। তিনি ছাইকোলা ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন এবং চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই নিজের ঘরের দরজা বন্ধ করে ছিলেন বিথি। দুপুর গড়িয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলছেন তিনি।
ঘটনার পরপরই পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে নিচে নামিয়ে আনেন এবং স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি বিথিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,
“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।”
এদিকে, হঠাৎ এমন মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশীরা জানান, বিথি পড়াশোনায় মনোযোগী এবং শান্ত স্বভাবের মেয়ে ছিলেন। পারিবারিক কোনো বিরোধ বা মানসিক চাপের খবর তারা শোনেননি। তার মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানান গুঞ্জন চলছে।
নিহত বিথির সহপাঠী ও বন্ধুরা জানায়, কয়েক দিন ধরেই বিথি কিছুটা চুপচাপ ছিল। তবে কেউ ভাবতেও পারেনি যে, এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও সহপাঠীরা শোক প্রকাশ করেছেন।